পাংশা উপজেলায় জাতীয় পরিসংখ্যান দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৩-০২-২৭ ১৩:৩১:৪৭

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান অফিসের উদ্যোগে গতকাল ২৭শে ফেব্রুয়ারী “পরিসংখ্যান ব্যবস্থার উন্নয়ন, স্মার্ট বাংলাদেশ গঠন” প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২৩ পালিত হয়েছে। 

  এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।

  জানা যায়, গতকাল সোমবার দুপুরে পাংশা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা পরিসংখ্যান অফিসার মাহাবুব হোসেন। 

  অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রকৌশলী জাকির হাসান, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাসসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলী বলেন, দেশের উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে এবং বিভিন্ন কর্মসূচি ও কার্যক্রমের পরিবীক্ষণে সকল ধরণের সরকারী পরিসংখ্যান প্রস্তুত ও সরবরাহ এবং এলডিসি থেকে উত্তরণের ক্ষেত্রে বিভিন্ন স্তরে ডাটা রিভিউয়ের পর্যায়ে পরিসংখ্যান ও তথ্য ব্যবস্থাপনা বিভাগের নেতৃত্বে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো মুখ্য ভূমিকা পালন করছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com