রাজবাড়ী সদর উপজেলার ঐতিহ্যবাহী খানখানাপুর মিয়াপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২৩শে ফেব্রুয়ারী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন খানখানাপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান একেএম ইকবাল হোসেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে বসন্তপুর ক্লাস্টারের সহকারী শিক্ষা অফিসার মোঃ শাহিন শেখ, খানখানাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ আমীর আলী মোল্লা, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ ফরহাদ হোসেন নান্নু, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক খাজা আব্দুল ছাত্তার বাবলু বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ মনিরুজ্জামান লিটন। এতে স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন পারভীন।
অনুষ্ঠানে উপস্থাপনা করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সহ-সভাপতি সাংবাদিক মোঃ রফিকুল ইসলাম ও ১নং ওয়ার্ডের সদস্য সাগর।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইয়াছমিন পারভীন জানান, করোনার কারণে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গত ২বছর বন্ধ ছিল। এবারে জমজমাট অনুষ্ঠানের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com