গোয়ালন্দে ফসলি জমি থেকে মাটি কেটে বিক্রি ও বহনের দায়ে ৪টি ট্রাক আটক

মইনুল হক মৃধা || ২০২৩-০২-২৭ ১৩:৩৩:১৯

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দে গত দুই দিনে ফসলি জমি থেকে মাটি কেটে ইটভাটাসহ বিভিন্ন স্থানে বিক্রি ও বহনের দায়ে ৪টি ড্রাম ট্রাক জব্দ করেছে মোবাইল কোর্ট।

  গতকাল ২৭শে ফেব্রুয়ারী বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের গোয়ালন্দ উপজেলা পরিষদের সামনে থেকে ১টি এবং গত ২৬শে ফেব্রুয়ারী দিবাগত রাতে পৌর জামতলা থেকে ৩টি ড্রাম ট্রাক জব্দ করা হয়।

  মোবাইল কোর্টের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার(ভূমি) মোঃ আশরাফুর রহমান জানান, অনুমতি ছাড়া অবৈধভাবে কৃষি জমি থেকে মাটি উত্তোলন প্রতিরোধ এবং সড়কে জানমালের নিরাপত্তা ও সড়কের ক্ষতিরোধ নিশ্চিত করতে অভিযান চালিয়ে ২দিনে মোট ৪টি মাটিবাহী ড্রাম ট্রাক জব্দ করা হয়েছে।

  এ সময় ট্রাকের চালকেরা ট্রাকগুলো রেখে কৌশলে পালিয়ে যায়। পরে ট্রাক গুলো জব্দ করে উপজেলা কোয়ার্টারের পাশে রাখা হয়েছে। জব্দকৃত ট্রাকগুলোর মালিকগণ উপস্থিত হলে তাদের বালু ও মাটি ব্যবস্থাপনা আইনে মোটা অংকের টাকা জরিমানা আদায় করা হবে এবং তাদেরকে সতর্ক করে দেয়া হবে। তারা যেন কোন জমি ও পুকুর থেকে উপজেলা প্রশাসনের অনুমতি না নিয়ে ভেকু মেশিন দিয়ে মাটি কেটে বিক্রি না করে।

  তিনি আরো জানান, উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে দিনে বা রাতে কোনো প্রকার মাটি বা বালু কেটে বিক্রি করা যাবে না। উপজেলা প্রশাসন এ বিষয়ে সব সময় কড়া নজরদারী রেখেছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com