গোয়ালন্দে ফেনসিডিল উদ্ধার পলাতক আসামীসহ গ্রেপ্তার-২

মইনুল হক মৃধা || ২০২৩-০২-২৮ ১৫:৩৭:০৮

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া থেকে ৮ বোতল ফেনসিডিলসহ বিক্রেতা নজরুল ইসলামকে পুলিশ গ্রেফতার করেছে।
  গত ২৭শে ফেব্রুয়ারী সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দৌলতদিয়াস্থ বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে ঢাকাগামী যাত্রীবাহী বাসে তল্লাশী চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। সে জামালপুর সদর থানার শেখ পাড়া(ভালুহাটা) এলাকার রফিকুল ইসলামের ছেলে।
  অপরদিকে ৩টি জিআর মামলায় সাজাপ্রাপ্ত ও একটি জিআর মামলায় পরোয়ানাভূক্ত পলাতক আসামী হাবু মোল্লাকে পুলিশ ঢাকা জেলার সাভার এলাকা থেকে গ্রেফতার করেছে। সে গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ইউনিয়নের বাহির চর শাহাদাত মেম্বার পাড়া এলাকার মৃত অকেল মোল্লার ছেলে।
  গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গতকাল ২৮শে ফেব্রুয়ারী তাদেরকে আদালতে সোপর্দ করা হয়েছে।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com