রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও পাট অধিদপ্তরের উদ্যোগে গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে পাট শিল্পের অবদান স্মার্ট বাংলাদেশ বিনির্মাণ প্রতিপাদ্যকে সামনে রেখে পাট অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত উন্নত প্রযুক্তি নির্ভর পাট ও পাট বীজ উৎপাদন এবং সম্প্রসারণ প্রকল্পের আওতায় নির্বাচিত পাট বীজ উৎপাদনকারী চাষী প্রশিক্ষণ-২০২৩ অনুষ্ঠিত হয়েছে।
পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রশিক্ষণের লক্ষ্য ও উদ্দেশ্য বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন পাট অধিদপ্তরের মহাপরিচালক ড. সেলিনা আক্তার।
অনুষ্ঠানে পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, রাজবাড়ী কৃষি সম্প্রসারণ অধিপ্তরের উপ-পরিচালক মোঃ আবুল কালাম আজাদ, পাংশা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রতন কুমার ঘোষ, রাজবাড়ী জেলা পাট উন্নয়ন কর্মকর্তা কৃষিবিদ মোঃ আজিম উল ইসলাম ও পাংশা উপজেলা উপ-সহকারী পাট উন্নয়ন কর্মকর্তা কৃষ্ণ চন্দ্র বর্মন বক্তব্য রাখেন।
প্রশিক্ষণে পাট বীজ উৎপাদনকারী ৫০জন কৃষক কৃষাণীর একটি ব্যাচ অংশগ্রহণ করে। সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দুপুর ২টায় কর্মসূচি শেষ হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com