রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা গতকাল ২৮শে ফেব্রুয়ারী সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেনের সভাপতিত্বে সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুর রহমান, গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার, উজানচরের ইউপি চেয়ারম্যান মোঃ গোলজার হোসেন মৃধা, ছোট ভাকলা ইউপি চেয়ারম্যান মোঃ আমজাদ হোসেন ও গোয়ালন্দ প্রেসক্লাবের সভাপতি রাশেদ রায়হানসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি না ঘটে সেজন্য ব্যবস্থা নেয়া, পদ্মা নদীর চর থেকে ভেকু দিয়ে ফসলী জমি থেকে অবৈধভাবে মাটি উত্তোলন বন্ধ, অবৈধভাবে পুকুর ও নদী থেকে ড্রেজিং দিয়ে বালু মাটি উত্তোলন বন্ধ, মহাসড়কে ট্রাকে খোলাভাবে বালু মাটি বহন না করা, মাদক, চুরি, বাল্যবিবাহ, পৌরসভা এলাকায় কুকুর নিধনসহ উপজেলার আইন-শৃঙ্খলা সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা এবং সেগুলো বাস্তবায়ন করা নিয়ে আলোকপাত করা হয়।
গোয়ালন্দ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিপ্লব ঘোষ বলেন, দৌলতদিয়া ইউনিয়নের প্রয়াত চেয়ারম্যান নুরু মন্ডলের নামে পত্রিকায় নিউজ হয়েছিলো। সেটি হলো নুরু মন্ডলের রাজ্যে সরকার অসহায়। সারা বাংলাদেশে এই নিউজ সারা ফেলেছিলো। কিন্তু তার চেয়ে ভয়ংকর পরিস্থিতি তৈরি করেছে দৌলতদিয়া ইউনিয়নের ইউপি সদস্য জলিল। মানুষ ক্ষমতার জোড়ে উচ্চ শিখরে যাওয়ার জন্য অনেক কিছুই করে। আমার কাছে তথ্য আছে জলিল মেম্বার ফেনসিডিল, মদ, গাঁজা, হেরোইন, ইয়াবা, বিয়ার ডিলারশিপ হিসাবে ব্যবসা পরিচালনা করছে। আমি মনে করি এই জলিল মেম্বারকে যদি আইনের আওতায় আনা হয়, তাহলে দৌলতদিয়া থেকে মাদক নির্মূল করা সম্ভব হবে।
তিনি আরো বলেন, মাটি কাটার সাথে জড়িত এমনকি দৌলতদিয়া ৭নম্বর ঘাট থেকেও বালু মাটি কেটে বিক্রি করা চক্রকেও আইনের আওতায় আনা উচিত।
আবার যারা মাটিবাহী ট্রাক চালক বা মালিক আছেন তারা বিভিন্ন স্থান থেকে লোন নিয়ে ট্রাক গুলো কিনেন। প্রশাসন যখন তাদের ট্রাকগুলো আটক করে পরে তাঁদের কষ্ট করে টাকা ম্যানেজ করে জরিমানা দিয়ে ট্রাক গুলো ছাড়াতে হয়।
গোয়ালন্দ ঘাট থানার ওসি স্বপন কুমার মজুমদার বলেন, যৌনপল্লী কখনোই পরিকল্পিত ভাবে তৈরি হয়না। এটি একটি নির্দিষ্ট স্থানে হয়ে থাকে। তাছাড়া যৌনপল্লীতে কখনো ভালো লোক প্রবেশসহ বসবাস করেনা। আমরা সব সময় দৌলতদিয়ায় অভিযান পরিচালনা করে মাদকসেবীসহ মাদক বিক্রেতাদের গ্রেফতার করছি। তারা জেল থেকে বের হয়ে পুনরায় আবার মাদকের সাথে জড়িয়ে পড়ে। তাছাড়া দৌলতদিয়া পোড়াভিটায় মাদক বিক্রি হয়। আমরা মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্সে রয়েছি।
তিনি আরো বলেন, দৌলতদিয়া ৭নম্বর ফেরী ঘাটসহ আশাপাশের বিভিন্ন স্থান থেকে বালু মাটি উত্তোলন করে যারা বিক্রি করছে তাদের আমরা ধরলেই দলীয় নেতারা সুপারিশ করেন। আমরা মাদক ও মাটি উত্তোলনের জড়িতদের কঠোর হুশিয়ারী ঘোষণা করছি।
উপজেলা সহকারী কমিশনার ভূমি মোঃ আশরাফুর রহমান বলেন, মাটি কাটার বিষয়ে আমরা অভিযানে গিয়ে ট্রাক জব্দ করার পর চলে আসলে তারা কিছুক্ষণ পর থেকে ফের মাটি কাটা শুরু করে। বিশেষ করে রাতে তারা বেশী বেপরোয়া হয়ে ওঠে। আমরা ইতিমধ্যে গত এক সপ্তাহের মধ্যে ৭-৮ টি ট্রাক জব্দ করে জরিমানা করেছি। আমরা ফসলী জমি বা পুকুর থেকে মাটি বালু উত্তোলনের বিরুদ্ধে জিরো টলারেন্সে আছি।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com