“আমার জীবন আমার সম্পদ, বীমা করলে থাকবে নিরাপদ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে রাজবাড়ীর কালুখালীতে জাতীয় বীমা দিবস পালিত হয়েছে।
দিবসটি পালন উপলক্ষে গতকাল ১লা মার্চ উপজেলা প্রশাসনের আয়োজনে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার শাহ মোঃ সজীব।
সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ এর রাজবাড়ী জেলা শাখা কার্যালয়ের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ জামাল উদ্দিন শেখ, উপজেলা কৃষি অফিসার পূর্ণিমা হালদার, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম ও সন্ধানী লাইফ ইন্সুরেন্সের কালুখালী শাখার এজিএম ফজলুল হকসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে বীমা দিবসের উপর কবিতা আবৃত্তি করেন সাথী পারভীন। সভাপতির বক্তব্য উপজেলা নির্বাহী অফিসার বীমা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। আলোচনা শেষে সন্ধানী লাইফ ইন্সুরেন্স কোম্পানী লিঃ-এর ৩০ জন গ্রাহককে বীমা দাবীর চেক বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com