রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার জামালপুরে লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্র না থাকা ও খড়ি দিয়ে ইট পোড়ানোর অভিযোগে মেসার্স এইচ.ডি ব্রিকস নামে একটি ভাটা মালিককে ২০ হাজার টাকা জরিমানা করেছে মোবাইল কোর্ট।
গতকাল ১লা মার্চ বিকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এই মোবাইল কোর্ট পরিচালনা করেন।
ইট প্রস্তুত ও ভাটা স্থাপনা(নিয়ন্ত্রণ) (সংশোধন) আইনের ২০১৯ এর ১৪ খ ধারায় ভাটা মালিক আয়নাল দেওয়ানকে এ জরিমানা করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনাকালে রাজবাড়ী জেলা পুলিশের একটি টিম সহযোগিতা করেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com