পাংশা উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত

মোক্তার হোসেন || ২০২৩-০৩-০২ ১৪:৪১:৪৬

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের উদ্যোগে “ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল ২রা মার্চ জাতীয় ভোটার দিবস-২০২৩ পালিত হয়েছে। এ উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভার আয়োজন করা হয়।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মাদ আলীর সভাপতিত্বে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে অতিথিদের মধ্যে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, পাংশার এসিল্যান্ড মোঃ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম (বুড়ো), বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন, হাবাসপুর ইউপির চেয়ারম্যান আল মামুন খান, বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, যশাই ইউপির চেয়ারম্যান মোঃ আবু হোসেন খান, মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক, পাট্টা ইউপির চেয়ারম্যান আব্দুর রব (মোনা বিশ্বাস), কলিমহর ইউপির চেয়ারম্যান বিলকিছ বানু, সরিষা ইউপির চেয়ারম্যান আজমল আল বাহার বিশ্বাস, কশবামাজাইল ইউপির চেয়ারম্যান শাহরিয়ার সুফল মাহমুদ প্রমূখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা নির্বাচন অফিসার মোঃ আঃ আলীম।
  অনুষ্ঠানে ভোটার দিবসের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। সাদা ক্যাপ ও ব্যানারসহকারে জাতীয় ভোটার দিবস-২০২৩ এর কর্মসূচিতে অংগ্রহণ করে লোকজন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com