দৌলতদিয়ায় ডিবির অভিযানে মাদক বিক্রেতা ফরহাদ ইয়াবাসহ গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-০৩-০৩ ১৩:৪৪:৫০

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পূর্বপাড়ার মুক্তি মহিলা সমিতি অফিসের পাশে থেকে গত ২রা মার্চ রাত ৫০ পিস ইয়াবাসহ বিক্রেতা ফরহাদ সরদার (৩৪)কে গ্রেফতার করেছে ডিবি।

  সে দৌলতদিয়া ৬নং ওয়ার্ডের ইমান খাঁ পাড়া এলাকার মৃত শওকত সরদারের ছেলে।

  রাজবাড়ী ডিবির ওসি মোঃ মনিরুজ্জামান খান বলেন, ফরহাদ সরদার পেশাদার মাদক বিক্রেতা। আমাদের কাছে তথ্য ছিল ফরহাদ গোপনে মুক্তি মহিলা সমিতি অফিসের পাশে মাদক বিক্রি করছে। এমন তথ্যের ভিত্তিতে রাত সাড়ে ৮টার দিকে সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করা হয়।

  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে ফরহাদ সরদারের বিরুদ্ধে মামলা করা হয়েছে। গতকাল ৩রা মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com