কালুখালীতে জাতীয় ভোটার দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা

ফজলুল হক || ২০২৩-০৩-০৩ ১৩:৪৬:৫৯

image

“ভোটার হব নিয়ম মেনে ভোট দিব যোগ্যজনে” এ প্রতিপাদ্যকে সামনে রেখে গত ২রা মার্চ রাজবাড়ী জেলার কালুখালী উপজেলায় জাতীয় ভোটার দিবস পালিত হয়েছে। 
  এ উপলক্ষে সকাল ১১টায় কালুখালী উপজেলা নির্বাচন অফিসের আয়োজনে একটি বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি উপজেলা পরিষদ চত্ত্বর থেকে বের হয়ে কালুখালী থানা সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদের হলরুমে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো, উপজেলা নির্বাচন অফিসার মোঃ আজিজুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শেখ মোঃ এনায়েত হোসেন, উপজেলা কৃষি অফিসার পুর্নিমা হালদার ও উপজেলা সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আকামত আলী মন্ডল বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com