পদ্মার বাঁধনের রাজবাড়ী সদর উপজেলার সভাপতি সালমান ও সম্পাদক মেহজাবিন

সোহেল মিয়া || ২০২৩-০৩-০৪ ১৮:৪৭:৪১

image

ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ুয়া রাজবাড়ী সদর উপজেলার শিক্ষার্থীদের মধ্যে সুসম্পর্ক বজায় রাখা এবং এ থেকে আরো বেশি সংখ্যক শিক্ষার্থী যাতে বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পায় সে লক্ষ্যে কাজ করা সংগঠন “পদ্মার বাঁধন” এর সদর উপজেলা কমিটি ঘোষণা করা হয়েছে। এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সালমান বেগ ও সাধারণ সম্পাদক হয়েছেন তানজিহা মেহজাবিন।

গতকাল ৪ঠা মার্চ রাতে বিষয়টি নিশ্চিত করেছেন নবাগঠিত কমিটির সভাপতি সালমান বেগ।

সালমান বেগ একাউন্টিং এন্ড ইনফরমেশন সিস্টেমস ও তানজিহা মেহজাবিন ইন্টারন্যাশনাল রিলেশনস বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

সালমান বেগ বলেন,  গত ৩রা মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় সংগঠনের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উপস্থিতিতে নতুন কমিটি ঘোষণা করেন সংগঠনের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময়  সংগঠনের প্রাক্তন সভাপতি ও সাধারণ সম্পাদকগণ উপস্থিত ছিলেন।

তিনি আরো বলেন, পদ্মার বাঁধনের প্রধান উদ্দেশ্য রাজবাড়ীর শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত সহায়তা প্রদানসহ যেকোনো প্রয়োজনে সর্বদাই তাদের পাশে থাকার। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তিচ্ছুক রাজবাড়ীর শিক্ষার্থীদের সব ধরণের সহযোগিতা করে থাকি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com