কালুখালীর রতনদিয়ায় কৃষি উৎপাদন বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষে মাঠ দিবস অনুষ্ঠিত

ফজলুল হক || ২০২৩-০৩-০৬ ২৩:৪৮:৪৮

image

কৃষি উৎপাদন বৃদ্ধি ও উদ্বুদ্ধকরণের লক্ষে রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার রতনদিয়া ইউনিয়নের বল্লভপুর ব্লকের টেংরা পাড়া গ্রামে গতকাল ৬ই মার্চ বিকালে মাঠ দিবস ও কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলিউজ্জামান চৌধুরী টিটো।

উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে উপজেলা কৃষি অফিসার পুর্নিমা হালদার, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ নাইমুর রহমান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান, সাবেক ইউপি সদস্য মোঃ জয়নাল আবেদীন ও মোহাম্মদ আলীসহ অন্যান্যরা বক্তব্য দেন।

সমাবেশে বক্তারা কৃষকদের যে কোন ফসল উৎপাদনে কৃষি অফিসারদের পরামর্শ সব সময় পাবে বলে আশাবাদ ব্যক্ত করেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com