কালুখালীতে ৩১টি বেদে পরিবারের মধ্যে সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ

মনির হোসেন || ২০২০-০৯-০১ ১৫:৪২:১১

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার ৩১টি বেদে পরিবারের মধ্যে গতকাল ১লা সেপ্টেম্বর সন্ধ্যায় সরকারী ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
  কালুখালী উপজেলার বোয়ালিয়া ইউনিয়নের বাংলাদেশ হাট মোড় বাসস্ট্যান্ডের পাশে বেদে পল্লীতে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়। এ সময় ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার শেখ নুরুল আলম, কালুখালী থানার ওসি মোঃ কামরুল হাসান ও পরিদর্শক(তদন্ত) আব্দুল গণি প্রমুখ উপস্থিত ছিলেন। 
  বিতরণকৃত সরকারী ত্রাণ সামগ্রীর মধ্যে ছিল ১০ কেজি করে চাল, ১ কেজি ডাল, ১ কেজি তেল, ১ কেজি লবণ, ২ কেজি চিড়া, ১ কেজি চিনি ও ৩ প্যাকেট করে নুডলসহ। 
  এছাড়াও কালুখালী থানা পুলিশের পক্ষ থেকে উল্লেখিত বেদে পরিবারগুলোর মধ্যে ১টি করে সাবান, ১টি করে হ্যান্ড স্যানিটাইজার, ১টি করে মাস্ক ও ছোট বাচ্চাদের মধ্যে চকলেট বিতরণ করা হয়।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com