বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবসে র‌্যালী ও আলোচনা সভা

তনু সিকদার সবুজ || ২০২৩-০৩-০৮ ১৩:৩৮:৪৮

image

 “ডিজিটাল প্রযুক্তি ও উদ্ভাবন জেন্ডার বৈষম্য করবে নিরসন”-এ শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
  এ উপলক্ষে গতকাল ৮ই মার্চ সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বাজার প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
  পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম, এসআই পল্লব, মহিলা পরিষদের সভানেত্রী বাসন্তী স্যানাল প্রমূখ বক্তব্য রাখেন।
  আলোচনা সভায় উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আফরোজা জেসমিন স্বাগত বক্তব্য রাখেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com