রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপিতে গতকাল ৯ই মার্চ বিকালে ২০২২-২৩ অর্থ বছরে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয় কর্তৃক জাটকা আহরণে বিরত জেলেদের বিশেষ খাদ্য সহায়তা কর্মসূচীর আওতায় ১২৯ জন জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে।
পাংশা উপজেলার নবাগত নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যান সজিব হোসেন ও মৎস্য কর্মকর্তা সাঈদ আহম্মেদ বক্তব্য রাখেন। এসময় মৎস্য দপ্তরের কর্মকর্তা ও ইউপি সদস্যগণ উপস্থিত ছিলেন।
ভিজিএফের চাল বিতরণকালে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী মৎস্য আইন মেনে চলার গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, বাহাদুরপুর ইউপিতে ২২৯ জনের জেলে কার্ড আছে। এর মধ্যে ১২৯ জনের মাঝে ভিজিএফ চাল বিতরণ করা হয়। ফেব্রুয়ারী ও মার্চ এই দুই মাসের জন্য পরিবার প্রতি ৪০ কেজি করে প্রত্যেক জেলে মোট ৮০ কেজি করে চাল পান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com