নবাবপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে অবৈধ ইটভাটা বন্ধ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৩-০৯ ১৪:১৩:০৪

image

 রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়নের পদমদী দক্ষিনবাড়ী এলাকায় জেলা প্রশাসন ও ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের অভিযানে অবৈধভাবে গড়ে উঠা এনএসবি ব্রিকস (বর্তমান জিএমটি ব্রিকস) নামে একটি ইটভাটার উৎপাদন বন্ধ করে দেওয়ার পাশাপাশি ৫০হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
গতকাল ৯ই মার্চ দুপুরে রাজবাড়ী জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট মোঃ রফিকুল ইসলাম এবং সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট সাদ আহম্মেদ এ অভিযান পরিচালনা করেন। 
এসময় পরিবেশ অধিদপ্তর ফরিদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহফুজুর রহমানসহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com