রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে থেকে গত ৯ই মার্চ রাত সাড়ে ১০টার দিকে ৫০ পিস ইয়াবাসহ মিলন নামে এক মাহেন্দ্র যাত্রীকে পুলিশ গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত মিলন ফরিদপুর জেলার কোতোয়ালি থানার চর জোয়ার এলাকার জামাল মোল্লার ছেলে। সে পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।
গোয়ালন্দ ঘাট থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার মজুমদার জানান, গত ৯ই মার্চ রাতে ঢাকা-খুলনা জাতীয় মহাসড়কের দৌলতদিয়া বাংলাদেশ হ্যাচারীর সামনে চেকপোস্ট বসিয়ে দৌলতদিয়াগামী বিভিন্ন যানবাহনে তল্লাশী করা হয়। এ সময় মাহেন্দ্র গাড়ীতে যাত্রীবেশে থাকা মাদক ব্যবসায়ী মিলনের কাছ থেকে ৫০পিস ইয়াবা উদ্ধার করাসহ তাকে গ্রেফতার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। এছাড়াও তার বিরুদ্ধে পূর্বে আরো ৩টি মাদক মামলা রয়েছে। গতকাল ১০ই মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com