কালুখালীতে গৃহে অগ্নিকান্ডে ৭লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি

ফজলুল হক || ২০২৩-০৩-১০ ১৩:৩৫:২৩

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মাঝবাড়ী ইউনিয়নের খামারবাড়ী গ্রামে বসতবাড়ীতে ভয়াবহ অগ্নিকান্ডে বাড়ীঘর পুড়ে ৭লক্ষাধিক টাকার মালামাল পুড়ে গেছে। 
  গত ৯ই মার্চ দিনগত রাত ৩টার দিকে (গতকাল ১০ই মার্চ) ওই গ্রামের ওমর ফারুকের বসতবাড়ী এ দূর্ঘটনা ঘটে। স্থানীয়দের ধারণা ছাগল রাখার ঘরের মশার কয়েল থেকে আগুনের সুত্রপাত হয়ে এ ঘটনা ঘটে।
  ক্ষতিগ্রস্ত ওমর ফকির বলেন, গভীর রাতে আগুনের শব্দ শুনে বাড়ীর লোকজনের ঘুম ভাঙ্গে। তারা ঘুম থেকে উঠে দেখেন বাড়ীতে দাউ দাউ করে আগুন জ¦লছে। আগুনে ২টি ঘর, ৬টি ছাগল, ১টি ইজিবাইকসহ ৭ লক্ষাধিক টাকার সম্পদ পুড়ে গেছে। খবর পেয়ে কালুখালী ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে বেশ কিছু সয়ম চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে। ততক্ষনে সব পুড়ে ছাই হয়ে যায়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com