গোয়ালন্দে ডিবি’র অভিযানে ২শত পিস ইয়াবাসহ বিক্রেতা গ্রেফতার

মইনুল হক মৃধা || ২০২৩-০৩-১১ ১৭:০৯:০০

image

রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার কছিম উদ্দিন পাড়া থেকে গত ১০ই মার্চ রাত পৌনে ৯টার দিকে ২শত পিস ইয়াবাসহ বিক্রেতা সেলিম খান (৪২)কে ডিবি’র একটি দল গ্রেফতার করেছে।

  গ্রেফতারকৃত সেলিম খান একই উপজেলার শ্রীদাম দত্ত পাড়ার মৃত ফজলু খানের ছেলে।

  রাজবাড়ী ডিবি’র ওসি মোঃ মনিরুজ্জামান খান জানান, সেলিম খান একজন পেশাদার মাদক বিক্রেতা। গত রাতে সে কছিম উদ্দিন পাড়ায় মাদক করছিল। এমন তথ্যে তার নেতৃত্বে সেখানে অভিযান চালানো হয়। এসময় ত২শত পিস ইযাবাসহ তাকে গ্রেফতার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক মূল্য ৬০ হাজার টাকা।

  এ বিষয়ে গোয়ালন্দ ঘাট থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। গতকাল ১১ই মার্চ আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com