রাজবাড়ীতে আরো ৫০ জনের করোনা শনাক্ত॥জেলায় মোট আক্রান্ত-২৬৫১

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-০১ ১৫:৪৬:২৮

image

রাজবাড়ী জেলায় একদিনে আরো ৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২ হাজার ৬৫১ জনে।  
  জেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, গতকাল ১লা সেপ্টেম্বর জেলার আরো ১৩১ জনের নমুনা পরীক্ষার রিপোর্ট এসে পৌঁছেছে। তাদের মধ্যে ৫০ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। নতুন শনাক্তদের মধ্যে ২৯ জন রাজবাড়ী সদর, ১৫ জন পাংশা, ১জন কালুখালী ও ৫জন গোয়ালন্দ উপজেলার। এ পর্যন্ত আক্রান্তদের মধ্যে ২৩জন মারা গেছেন এবং ১হাজার ৬৯৪ জন সুস্থ হয়েছেন। এছাড়া ৩০জন হাসপাতালে ভর্তি এবং ৮৫৪ জন হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন।  
  উল্লেখ্য, গতকাল ১লা সেপ্টেম্বর যাদের রিপোর্ট পজিটিভ এসেছে তারা হলেন- রাজবাড়ী সদর উপজেলার আব্দুল খালেক(৭২), সাদিয়া(২০), রাশেদা পারভীন(৩৫), মেহেদী হাসান মামুন(৩০), হেলাল(৪২), সীতা(১০), তৃপ্তি(৩৯), সৃষ্টি(১৬), লাল মিয়া(৫৫), ফারুক খান(৬৪), মোশাররফ হোসেন(৫৮), রোকেয়া(৫০), জিয়ার আলী(২৫), সৌরভ(২৮), হারুন শেখ(৪৫), কাজী নাজমুল হুদা(৪২), মোঃ মোসলেম শেখ(৬৫), মোঃ জাহাঙ্গীর(৫৬), রুনা(২২), সখিনা(৫০), মর্জিনা(৩০), জামাল উদ্দিন(৩২), আবুল কালাম আজাদ(৩৮), আলিমন নেছা(৭৩), শাহিন(২৪), আব্দুল বারেক(৬৩), আয়ুব আলী(২৮), জাহাঙ্গীর হোসেন(৫২), সোরাব আলী(৩৫), শাহনাজ পারভীন(৩৫), পাংশা উপজেলার কাজী জারিয়া পারভীন(৩৮), হাবীব(২১), এএসআই রাজু আহম্মেদ(৪০), নাসির উদ্দিন(৬৫), নাছিমা খাতুন(৫৬), জাহাঙ্গীর(৫৫), ডলি(৪০), সুমন(২৩), তানজিলা(৪০), মাহিন আহমেদ(২০), শেখ আব্দুর রাজ্জাক(৫২), নার্গিছ আক্তার(৪৬), আব্দুল মজিদ(৫৫), মেরিনা(৪০), আনসার(৬২), জাহানারা(৬০), কালুখালী উপজেলার আবু জাফর(৬৫) ও চম্পা(৩৫), গোয়ালন্দ উপজেলার মোঃ আব্দুল আওয়াল, মেহেদী হাসান(২৪), মোঃ জাকির হোসেন(৩৮), আক্তার হোসেন(৭১) ও মরিয়ম(৫০)। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com