পাংশার বাহাদুরপুরে দুই শিক্ষকের বিরুদ্ধে ছুটি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকার অভিযোগ

শামীম হোসেন || ২০২৩-০৩-১২ ১৪:২২:৫৫

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয় ও মৌলভী ছাবের উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দুই শিক্ষক কোন প্রকার ছুটি ছাড়াই স্কুলে অনুপস্থিত রয়েছে বলে অভিযোগ উঠেছে।

  তবে এ ঘটনায় বিদ্যালয়ের পক্ষ থেকে কোন ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে জানা গেছে।

  অনুপস্থিত দুই শিক্ষক হলো- বাহাদুরপুর ইউনিয়নের বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সোবাহান ওরফে সোহান মাস্টার ও মৌলভী ছাবের উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ওরফে রব্বান মাস্টার।

  জানা যায়, গত ৫ই মার্চ ইউনিয়নের বাগমাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের(ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষাক মোছাঃ শারমিন আক্তার ওরফে রেখাকে মারপিট করা হয়। এ ঘটনায় গত ৭ই মার্চ পাংশা মডেল থানায় উল্লেখিত দুই শিক্ষককে আসামী করে মামলা দায়ের করে ভুক্তভোগী শিক্ষক মোছাঃ শারমিন আক্তার ওরফে রেখা। এরপর থেকে বিদ্যালয়ে যান না এ দুই শিক্ষক।  

  বীর বিক্রম শহীদ খবিরুজ্জামান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক আব্দুস সোবাহান ওরফে সোহান মাস্টার গত দুইকর্ম দিবস বিদ্যালয়ে অনুপস্থিত। তিনি আমার কাছ থেকে কোন ছুটি নেননি। বিষয়টি বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাকে জানানো হবে। তারা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।

  মৌলভী ছাবের উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক(ভারপ্রাপ্ত) মোঃ আজাহার আলী বলেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ওরফে রব্বান মাস্টার গত ৯ই মার্চ থেকে বিদ্যালয়ে আসেন না। গত ৮ই মার্চ বিকালে তিনি আমাকে ফোন করে বলেছেন, কেউ যদি আমার কথা জানতে চান তাহলে বলবেন আমি ছুটিতে আছি। তিনি ছুটি নিয়েছেন কি না এমন প্রশ্নে আজাহার আলী বলেন, আমি তা আমি জানি না। আমি তার ছুটির কোন নোটিশ পাইনি। 

  সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ জাহিদুল ইসলাম বলেন, মৌলভী ছাবের উদ্দিন সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাজিম উদ্দিন ওরফে রব্বান মাস্টার যথাযথ কাগজপত্রসহ আবেদন করে ১৫দিনের জন্য মেডিকেল ছুটি নিয়েছে। তবে এক প্রধান শিক্ষককে মারপিট করার ঘটনায় তার বিরুদ্ধে একটি মামলা দায়ের হয়েছে বলে জানা গেছে।

  উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, শিক্ষকের অনুপস্থিতির বিষয়টি আমি জানি না। উক্ত শিক্ষক যদি অনুপস্থিত হয়ে থাকে? তাহলে অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষককে বলে দিব হাজিরা খাতায় যেন উক্ত শিক্ষক অনুপস্থিত থাকে এবং পরবর্তীতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

  এ ঘটনায় অনুপস্থিত দুই শিক্ষকের মুঠোফোনে একাধিবার ফোন করলে ফোনটি বন্ধ পাওয়া যায়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com