করোনা জর্জরিত অবস্থাতেই তাদের প্রেসিডেন্ট নির্বাচন সম্পন্ন করলো পোল্যান্ড। নানান আইনি জটিলতার পর করোনা ভাইরাসের কারণে শেষপর্যন্ত পোলিং স্টেশনগুলো বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। ফলে এই প্রথম কোনো রকম ভোটারের উপস্থিতি ছাড়াই সেদেশের কোনো নির্বাচন সম্পন্ন করা হলো।
করোনা সংকটের সময় নির্বাচনের সিদ্ধান্ত নেওয়ায় পোল্যান্ডের শাসক দলের বিরুদ্ধে আন্তর্জাতিক স্তরে যথেষ্ট সমালোচনা হয়। যদিও, নির্বাচনের পূর্বাভাসে বলা হয়েছিল আন্দ্রেজ দুদা অনায়াসে জিতবেন। অভিযোগ ওঠে, বিরোধীরা করোনাভাইরাস নিয়ে উদ্বেগের কারণে ভোট স্থগিত রাখতে চান।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com