রাজবাড়ী জেলার পাংশা উপজেলার বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর গ্রামে সড়ক উন্নয়নের কাজ এগিয়ে চলছে এবং কাঙ্খিত উন্নত কাজে খুশি এলাকার মানুষ।
জানা যায়, বাহাদুরপুর ইউপির জয়কৃষ্ণপুর দক্ষিণপাড়া বায়তুল ফালাহ জামে মসজিদের নিকট থেকে হোসেন মোল্লার বাড়ির নিকটস্থ ডিপটিউবয়েল পর্যন্ত ৮শত ২০ মিটার দৈর্ঘ্য বিশিষ্ট সড়কের নির্মাণ কাজ চলছে। গত ১২ই মার্চ সড়কের ডাব্লিউবিএম ফিনিশিং সম্পন্ন হয়েছে। বর্তমানে সড়কের সাইডে মাটি ড্রেসিংয়ের কাজ চলছে।
গতকাল ১৩ই মার্চ দুপুর ১২টার দিকে সরজমিন ঠিকাদারী প্রতিষ্ঠান এসকে ট্রেডার্সের ম্যানেজার মনছুর আলম জানান, নির্মাণাধীন সড়কে ডাব্লিউবিএম ফিনিশিং শেষে পানি দেওয়া হয়েছে। এখন সাইডে মাটি ড্রেসিংয়ের কাজ চলছে। এজিং থেকে ৩ফুট পর্যন্ত সোল্ডার করা হচ্ছে। ডাব্লিউবিএম ফিনিশিংয়ের পানি শুকিয়ে গেলে সড়কে কার্পেটিং করা হবে।
জয়কৃষ্ণপুর গ্রামের মধ্যে নির্মাণাধীন সড়কের পাশে বসবাসরত জিলাই খাঁ, সোহরাব সরদার, আবু মোল্লা, রতন সরদারসহ অনেকে বলেন, “সড়কটি উন্নয়নের ফলে আমাদের চলাফেরায় উপকার হবে। জনদুর্ভোগ লাঘব হবে। উৎপাদিত ফসল বাজারজাত করণে সুবিধা হবে। তারা আরও বলেন, ঠিকাদার কাজ শুরুর সময় আমাদের বলেছিলেন- আপনাদের গ্রামের রাস্তা আপনারা কাজ বুঝে নিবেন। সড়কে মানসম্পন্ন ইট দিয়ে কাজ করা হয়েছে। এ কারণে সড়ক উন্নয়নের কাজে আমরা খুশি”।
এসকে ট্রেডার্স ঠিকাদারী প্রতিষ্ঠানের মালিক বিশিষ্ট ব্যবসায়ী পারভেজ খান সোহেল বলেন, সড়কে কাজ শুরুর আগে বাহাদুরপুর ইউপির চেয়ারম্যানসহ জয়কৃষ্ণপুর গ্রামের লোকজনকে সড়ক উন্নয়ন কাজ মনিটরিং করার আনুরোধ করেছিলাম। ইটের মান নিয়ে কারো কোন অভিযোগ থাকলে কাজ বন্ধ করে দেওয়ার কথাও বলেছিলাম।
তিনি বলেন, বর্তমান সরকারের টেকসই উন্নয়ন কাজের সহযোগী হিসেবে এসকে ট্রেডার্স খুবই সতর্কতার সাথে কাজ করছে। কাজের মান খারাপ হলে রাস্তা ভেঙ্গে যাবে, এলাকাবাসী চলাচলে দুর্ভোগ পোহাবে, ঠিকাদারী প্রতিষ্ঠানের দুর্নাম হবে- এমনটি আমি চাই না বলেই এলাকার জনপ্রতিনিধি থেকে শুরু করে গ্রামের লোকজনকে বলেছিলাম আপনারা কাজ বুঝে নিবেন।
পারভেজ খান সোহেল যোগ করেন, আপনারা সাংবাদিকরাও সাইডে গিয়ে খোঁজ খবর নিন। কোথায়ও কোন অনিয়ম দেখলে জানাবেন এবং পত্রিকায় লিখবেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com