ধুবাড়ীয়া আলহাজ্ব রশিদীয়া হাফেজিয়া ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় মতবিনিময় সভা

শেখ মামুন || ২০২৩-০৩-১৪ ১৪:৫২:৩৬

image

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের ধুবাড়ীয়া আলহাজ্ব রশিদীয়া হাফেজিয়া ও দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসায় ও এতিমখানায় গতকাল ১৪ই মার্চ দুপুরে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

  মাদ্রাসার শ্রেণী কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের অবসরপ্রাপ্ত যুগ্ম সচিব গোলাম রহমান মিয়া, রাজবাড়ী জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ, জেলা পরিষদের বিদায়ী প্রধান নির্বাহী কর্মকর্তা আম্বিয়া সুলতানা, বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, মাদ্রাসার ম্যানেজিং কমিটির সহ-সভাপতি তৌহিদুল ইসলাম, মাদ্রাসার ভারপ্রাপ্ত পরিচালক নাসিরুল কামাল সুজন ও মাদ্রাসার মুহতামিম হাফেজ দেলোয়ার হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  মতবিনিময় সভায় জেলা পরিষদের চেয়ারম্যান একেএম শফিকুল মোরশেদ আরুজ মাদ্রাসা দেখে সন্তোষ প্রকাশ করেন সার্বিক সহযোগিতার আশ্বাস দেন। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com