বালিয়াকান্দির নবাবপুরের চেয়ারম্যান বাদশা আলমগীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করল আওয়ামী লীগ

শেখ মামুন || ২০২৩-০৩-১৪ ১৪:৫৬:৪২

image

 ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতা করার অভিযোগে দল থেকে বহিস্কৃত রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার নবাবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ বাদশা আলমগীরের বহিস্কারাদেশ প্রত্যাহার করে নিয়েছে বাংলাদেশ আওয়ামী লীগ।

  গতকাল ১৪ই মার্চ বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানা গেছে।

  চিঠিতে উল্লেখ করা হয়, গত ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থীর বিরুদ্ধে প্রতিদ্বন্দ্বিতার করায় মোঃ বাদশা আলমগীরকে দল থেকে বহিস্কার করা হয়। তবে তিনি দোষ স্বীকার করে বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের কাছে ক্ষমা প্রার্থনা করলে গণভবনে বাংলাদেশ আওয়ামী লীগের জাতীয় কমিটির সভায় সিদ্ধান্ত অনুযায়ী তাকে ক্ষমা করা হয়।

  সেই সাথে ভবিষ্যতে সংগঠনের স্বার্থ পরিপন্থী কর্মকান্ডে লিপ্ত হলে তা ক্ষমার অযোগ্য হবে বলেও জানানো হয়।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com