রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীতে গতকাল ১৫ই মার্চ সন্ধ্যায় মঞ্চায়ন হয়েছে শিশুতোষ নাটক প্রত্যয় ও নবপল্লব।
বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে প্রত্যয় নাটকে অভিনয় করে রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীরা। খন্দকার ইমু কামালের নির্দেশনায় ও শাহেদ মুশতারের গল্পে প্রত্যয় নাটকে তাক লাগানো অভিনয় করে এ বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
অপরদিকে উচ্ছাস ঘোষের নির্দেশনায় ও নয়ন কুমার বিশ^াসের রচনায় নবপল্লব নাটকে অভিনয় করে রাজা সূর্য কুমার ইনষ্টিটিউশনের শিক্ষার্থীরা।
স্বদেশ নাট্যাঙ্গনের সহযোগিতায় ও রাজবাড়ী জেলা শিল্পকলা একাডেমীর সার্বিক ব্যবস্থাপনায় মনোমুগদ্ধকর শিশুতোষ নাটক দুইটি উপভোগ করতে আসা দর্শকদের উপচে পড়া ভীড়ে শিল্পকলার হলরুম কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায়।
পরে নাটক দুটির অভিব্যক্তি প্রকাশ করেন জেলা পরিষদের সাবেক প্রশাসক ফকীর আব্দুল জব্বার, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র মন্ডল, অবসরপ্রাপ্ত জেলা শিক্ষা অফিসার সৈয়দ সিদ্দিকুর রহমান, চুয়াডাঙ্গা সরকারী টেকনিক্যাল স্কুলের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ আজিজুল হক, রাজবাড়ী সরকারী বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমরেশ চন্দ্র বিশ^াস. রাজা সূর্য কুমার ইনষ্টিটিউশনের প্রধান শিক্ষক মোঃ আব্দুর রাজ্জাক, সহকারী প্রধান শিক্ষক ও নবপল্লব নাটকের প্রযোজনা অধিকর্তা চায়না সাহা, রাজবাড়ী কিন্ডার গার্টেন স্কুলের অধ্যক্ষ মোঃ নুরুল হক আলম, জেলা শিল্পকলা একাডেমীর সাবেক সাধারণ সম্পাদক অসীম কুমার পাল ও রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক এম. দেলোয়ার হোসেন।
অভিব্যক্তি প্রকাশকালে বক্তাগন বলেন, নাটক সমাজের কথা বলে। পরিবর্তনের কথা বলে। দেশের কু-সংস্কারকে তুলে ধরে জনসচেতনতা গড়ে তোলে। মানুষের চোখকে খুলে দেয়। লেখাপড়ার পাশাপাশি সংস্কৃতি চর্চা অপরিহার্য। সংস্কৃতি চর্চা ও খেলাধুলা করলে কেউ বিপদগামী হবে না। মাদক থেকে সন্ত্রাস থেকে দূরে থাকবে। পিছিয়ে পড়া সমাজকে সামনে এগিয়ে নিতে নাটকের ভূমিকা অবশ্যই অপরিহার্য।
উল্লেখ্য, শিশু নাট্য দিবস উপলক্ষে আগামী ২০শে মার্চ রাজা সূর্য কুমার ইনষ্টিটিশনে ও ২১ শে মার্চ বিশ^ নাট্য দিবসের রাজবাড়ী সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ে নাটক দুটি আবারো মঞ্চায়ন করা হবে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com