রাজবাড়ীতে কেক কেটে বাংলাদেশ প্রতিদিনের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৩-১৫ ১৭:৫১:০৪

image

দেশের সর্বাধিক প্রচারিত জাতীয় দৈনিক বাংলাদেশ প্রতিদিনের ১৪ বছরে পদার্পণ উপলক্ষে গতকাল ১৫ই মার্চ সকালে রাজবাড়ী জেলা শিল্পকলা একডেমীতে আলোচনা সভা অনষ্ঠিত হয়।
  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাজবাড়ীর পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।
  রাজবাড়ীর সিনিয়র সাংবাদিক ও বাংলাভিশনের জেলা প্রতিনিধি এম.দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাস, রাজবাড়ী প্রেসক্লাবের সহ-সভাপতি কাজী আব্দুল কুদ্দুস বাবু ও রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সভাপতি হেলাল মাহমুদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বাংলাদেশ প্রতিদিনের রাজবাড়ী প্রতিনিধি দেবাশীষ বিশ^াস।
  প্রধান অতিথির বক্তব্যে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান বলেন, বাংলাদেশ প্রতিদিন পত্রিকার আমি নিয়মিত পাঠক। আমি শুরুর থেকে পত্রিকার সংবাদগুলো পড়ে পর্যবেক্ষন করি। পত্রিকাটি শুরুর থেকে বস্তুনিষ্ঠতা ধরে রাখতে সক্ষম হয়েছে। আশা করবো আগামী দিনগুলো সেই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
  এ সময় রাজবাড়ী রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক বাংলা টিভি ও দৈনিক সময়ের আলো’র জেলা প্রতিনিধি শিহাবুর রহমান, সময় টিভির রিপোর্টার আশিকুর রহমান, চ্যানেল টুয়েন্টি ফোরের জেলা প্রতিনিধি সুমন বিশ^াস, দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক নবচেতনার জেলা প্রতিনিধি রফিকুল ইসলাম, দৈনিক বর্তমানের জেলা প্রতিনিধি মতিন মোল্লা, দৈনিক তৃতীয় মাত্রার জেলা প্রতিনিধি রজনু আহম্মেদ, বিজয় টিভির জেলা প্রতিনিধি এসকে মামুন ও গ্লোবাল টিভির প্রতিনিধি খোন্দকার রবিউল ইসলামসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত গণমাধ্যমকর্মী, শিক্ষক ও সুধীসমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
  আলোচনা সভা শেষে পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান ও অন্যান্য অতিথিরা পত্রিকাটির ১৪ বছরে পদাপর্ণের কেক কাটেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com