বালিয়াকান্দির ওপর দিয়ে বয়ে চলা প্রমত্তা গড়াই নদী এখন পানি শূণ্য

সোহেল মিয়া || ২০২৩-০৩-১৫ ১৮:০২:২৫

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলার ওপর দিয়ে বয়ে চলা এক সময়ের বহমান প্রমত্তা গড়াই নদী এখন পানি শূণ্য। যে নদীর বুক চিরে বারোই মাস চলত নৌকা সেই নদী এখন ধু-ধু বালুচরে পরিণত হয়ে মৃত প্রায়।
  বৈশ্বিক জলবায়ুর প্রভাব, প্রতিবেশী দেশ ভারতের ইচ্ছামতো পানি প্রত্যাহার, আন্তর্জাতিক পানি বন্টন নীতিমালা না মানা, স্থানীয় প্রভাবশালীদের অবৈধ দখল ও ড্রেজার দিয়ে বালু উত্তোলনের ফলে নদীটিতে এমন পরিস্থিতি সৃষ্টি হয়েছে বলে বিশেষজ্ঞরা মনে করছেন। শুধু গড়াই নদীই নয়। বালিয়াকান্দির ওপর দিয়ে বয়ে চলা চন্দনা, চত্রা, হড়াই ও পুষস্বলী নদীগুলোও আজ পানি শূণ্যতায় ভুগছে।
  ফারাক্কার হিংস্ব ছোবলের কারণে দিনে দিনে এ সব নদীগুলো নাব্যতা হারিয়ে এখন ধু-ধু বালুচরে পরিণত হয়েছে। আগামী প্রজন্মের কাছে নদীগুলো শুধু রুপকথার মতোই মনে হবে। ১৯৭৫ সালের ২১শে এপ্রিল ভারত ফারাক্কা ব্যারেজ চালু করার পর থেকে এ অবস্থার শুরু হয়েছে। ফলে বর্ষা মৌসুমেও পানি সংকটে ভোগে নদীগুলো। বছরের ১২ মাসের মধ্যে কোন রকম ২-৩ মাস পানি থাকলেও বাকি ৯ মাস একেবারেই শূণ্য। শুধু বালু আর বালু। নদীতে পানি না থাকায় এ অঞ্চলের পরিবেশ হুমকিতে রয়েছে এবং কৃষক ও জেলেদেন জীবন-জীবিকায় নেমে এসেছে আমূল পরিবর্তন।
  গতকাল ১৫ই মার্চ সরেজমিন বালিয়াকান্দির নারুয়া ও জঙ্গল ইউনিয়নের ওপর দিয়ে বয়ে যাওয়া গড়াই নদীতে গিয়ে দেখা যায়, গড়াই নদীতে ছোট ছোট গর্ত তৈরি হয়েছে। যার মধ্যে কোথাও পানি, কোথাও বালুচর। গড়াই নদীটা খালে পরিণত হয়েছে। নদীর মাঝখান দিয়ে সরু খালের মধ্যে দিয়ে কোন রকম পানি রয়েছে। আর সম্পূর্ণ নদীর বুক চিরে বালুচর। সেই বালুচরের মধ্যে দিয়েই মানুষ পায়ে হেঁটে চলাচল করছে।
  নদীর পার্শ্ববর্তী এলাকায় বসবাসকারীদের সাথে কথা বললে তারা বলেন, এ অঞ্চলের মানুষের জীবনে অভিশাপ বয়ে এনেছে মরণ বাঁধ ফারাক্কা। ফারাক্কা বাঁধের বিরুপ প্রভাব এসে পড়েছে পদ্মা নদীতে। আর এ জন্য গড়াই নদীসহ চন্দনা, হড়াই, চত্রা ও পুষস্বলী নদীতে পানি থাকেনা। কারণ সকল নদীর উৎস মুখ পদ্মা।
  এ সময় তারা আরো বলেন, এ সব নদীগুলো ৯-১০ মাস পানি শূণ্য থাকায় এ অঞ্চলের কৃষি ও অর্থনীতিতে ব্যাপক প্রভাব পড়ছে। বর্ষাকালে এ সব নদীতে কিছু দিনের জন্য পানি থাকলেও প্রায় সারা বছরই পানি শূণ্য থাকে। আর এ সুযোগে প্রভাবশালী দখলদাররা নদীর দু’পাশ দখল করে নিয়েছে।
  জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল বসু বলেন, আন্তর্জাতিক পানিবণ্টন নীতিমালা সঠিক ভাবে প্রয়োগ না করা এবং ফারাক্কা বাঁধের নেতিবাচক প্রভাবেই নদীগুলো মরে যাচ্ছে। নদীগুলোকে পুনর্জীবিত করা খুবই জরুরী। নদীগুলো বাঁচলে এ অঞ্চলের হাজার হাজার কৃষক বাঁচবে।
  বালিয়াকান্দি উপজেলা সহকারী কমিশনার(ভূমি) হাসিবুল হাসান বলেন, শুধু নদী দখল নয়, যে কোন সরকারী সম্পত্তি দখলমুক্ত রাখতে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করে থাকি। জেগে ওঠা নদীর দু’পাশে অবৈধ দখলদারদের উচ্ছেদ এবং অবৈধ বালু উত্তোলন বন্ধে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। নদীগুলো যাতে দখল না হতে পারে সে জন্য আমরা সজাগ রয়েছি।
  বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ আবুল কালাম আজাদ বলেন, আপনারা দেখেছেন বর্তমান সরকার মৃত নদীগুলোকে পুনর্জীবিত করতে বিভিন্ন প্রকল্প হাতে নিয়েছে। তারই ধারাবাহিকতায় এরই মধ্যে চন্দনা নদীটি পুনঃখনন করা হয়েছে। গড়াই নদীর খনন কাজটি কুষ্টিয়াতে হয়েছে। আশা করছি এদিকে খনন কাজ শুরু করলে নদীগুলো আবার প্রাণ ফিরে পাবে। উপকৃত হবে এ অঞ্চলের কৃষক।
 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com