গোয়ালন্দ উপজেলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্র উদ্বোধন

মইনুল হক মৃধা || ২০২৩-০৩-১৭ ০১:৫১:৪৩

image

বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেডের উদ্যোগে রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলায় দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। 
  গতকাল ১৬ই মার্চ দুপুরে গোয়ালন্দ উপজেলা পরিষদের সভাকক্ষে মিল্ক ইউনিয়নের চেয়ারম্যান শেখ নাদির হোসেন লিপু এ দুগ্ধ শীতলীকরণ কেন্দ্রের উদ্বোধন করেন। 
  অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আলহাজ¦ কাজী কেরামত আলী। 
  এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোস্তফা মুন্সী, উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, মিল্ক ইউনিয়নের ভাইস চেয়ারম্যান শামসুল আরেফিন, মহা-ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ আসাদুজ্জামান চৌধুরী, মহিলা ভাইস চেয়ারম্যান নার্গিস পারভীন, গোয়ালন্দে মিল্কভিটার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ খামারীরা উপস্থিত ছিলেন।
  এ কেন্দ্রে প্রাথমিকভাবে প্রতিদিন ২হাজার লিটার দুধ শীতলীকরণ করা যাবে। এছাড়া গোয়ালন্দ উপজেলার খামারীদের খামারে গাভী প্রদান, চিকিৎসা সেবা, ন্যায্যমূল্যে গো-খাদ্য সরবরাহ, গুণগত মানের ওপর মূল্যবৃদ্ধি, কৃত্রিম প্রজনসহ বিভিন্ন সহযোগিতা প্রদান করা হবে। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com