পাংশায় হালনাগাদ নিরূপিত ‘ক’ শ্রেণির ভূমিহীন ও গৃহহীন তালিকা সংক্রান্ত যৌথ সভা অনুষ্ঠিত

মোক্তার হোসেন || ২০২৩-০৩-১৭ ০১:৫১:৫৮

image

রাজবাড়ী জেলার পাংশা উপজেলাকে হালনাগাদ নিরূপিত ‘ক’ শ্রেণির তালিকামতে ভূমিহীন-গৃহহীন মুক্ত অবহিতকরণের লক্ষ্যে গতকাল ১৬ই মার্চ বিকালে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যৌথ সভা অনুষ্ঠিত হয়েছে।

  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরীর সভাপতিত্বে যৌথ সভায় প্রধান অতিথি হিসেবে রাজবাড়ী-২ আসনের জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বক্তব্য রাখেন।

  যৌথ সভায় বিশেষ অতিথি হিসেবে পাংশা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ফরিদ হাসান ওদুদ, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, পাংশা পৌরসভার মেয়র মোঃ ওয়াজেদ আলী, পাংশার এসিল্যান্ড মোহাম্মদ মাসুদুর রহমান রুবেল, পাংশা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মাছপাড়া ইউপির চেয়ারম্যান খন্দকার সাইফুল ইসলাম(বুড়ো) বক্তব্য রাখেন। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন মৌরাট ইউপির চেয়ারম্যান আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান প্রামানিক। উপস্থাপনা করেন যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস।

  প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম এমপি দেশের উন্নয়ন ও জনকল্যাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সকল কর্মসূচি এগিয়ে নিতে প্রশাসন, জনপ্রতিনিধিসহ সর্বস্তরের মানুষের সহযোগিতার আহবান জানান। 

  তিনি ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, আপনারা দেশপ্রেম নিয়ে দেশের মানুষের জন্য কাজ করুন। সাধারণ মানুষ যাতে হয়রানীর শিকার না হয় সে বিষয়ে সতর্ক থাকার গুরুত্বারোপ করেন তিনি। 

  বিএনপির উদ্দেশ্যে বীর মুক্তিযোদ্ধা জিল্লুল হাকিম এমপি বলেন, দেশে এতো উন্নয়ন হচ্ছে কিন্তু বিএনপির চোখে পড়ছে না। তিনি উল্লেখ করেন, কথায় আছে না- হায়রে কপাল মন্দ চোখ থাকিতে অন্ধ। বিএনপির অবস্থা চোখ থাকতে অন্ধের মত।

  পাংশা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রোকেয়া বেগম, ইউপি চেয়ারম্যানগণ, উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, ইউনিয়ন ভূমি অফিসের কর্মকর্তাসহ স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার বিশিষ্ট ব্যক্তিগণ যৌথ সভায় উপস্থিত ছিলেন। পাংশা উপজেলা প্রশাসন যৌথ সভার আয়োজন করে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com