অনলাইন ক্লাস পরিচালনায় আগস্ট মাসে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে দ্বিতীয়

স্টাফ রিপোর্টার || ২০২০-০৯-০২ ১৭:৪১:৩৫

image

অনলাইন ক্লাস পরিচালনায় বিদায়ী আগস্ট মাসে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে ২য় হয়েছে। তার আগের জুলাই মাসে রাজবাড়ী জেলা সারা দেশের মধ্যে ৪র্থ হয়েছিল। 
  রাজবাড়ীর জেলা প্রশাসক দিলসাদ বেগমের সার্বিক দিক-নির্দেশনায় অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) খন্দকার মুশফিকুর রহমানের তত্ত্বাবধানে উপজেলা নির্বাহী অফিসারগণ ও জেলা-উপজেলা শিক্ষা অফিসারদের তদারকিতে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকদের নিরলস প্রচেষ্টা ও আন্তরিকতায় এটা সম্ভব হয়েছে। 
  রাজবাড়ী জেলার এ সাফল্যে জেলা প্রশাসক দিলসাদ বেগম সংশ্লিষ্ট সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। বিশেষ করে, সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণসহ যে সকল শিক্ষকগণ নিরলসভাবে আন্তরিকতার সাথে অনলাইন ক্লাসগুলো পরিচালনা করছেন তাদেরকে বিশেষভাবে ধন্যবাদ জানিয়েছেন। 
  এছাড়াও অনলাইন ক্লাসগুলো ক্যাবল টিভিতে সম্প্রচার করার জন্য ‘রাজবাড়ী কেবল নেটওয়ার্ক (আরসিএন)’-এর সংশ্লিষ্টদের ধন্যবাদ জানিয়েছেন এবং শিক্ষার গুণগত মান বৃদ্ধিসহ এ সাফল্য ধরে রাখতে সংশ্লিষ্ট সকলকে নির্দেশনা প্রদান করেছেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com