যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে জেলা প্রশাসনের উদ্যোগে নানা আয়োজনে গতকাল ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৩তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে সরকারী-বেসরকারী দপ্তর, স্বায়ত্বশাসিত প্রতিষ্ঠানসহ সর্বত্র জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৯টায় জেলা প্রশাসকের কার্যালয়ের বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এরপর সকাল সাড়ে ৯টায় অফিসার্স ক্লাব প্রাঙ্গণে বেলুন উড়িয়ে ও পায়রা অবমুক্ত করা হয় এবং অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে শিশুদের নিয়ে কেক কাটা হয়। বিকাল সাড়ে ৪টায় রাজবাড়ী অফিসার্স ক্লাবের মুক্তমঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এছাড়াও দিবসটি উপলক্ষ্যে আয়োজিত প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও শিশুদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বঙ্গবন্ধু চত্ত্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন রাজবাড়ী-১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব কাজী কেরামত আলী, জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে জেলা প্রশাসন, পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামানের নেতৃত্বে জেলা পুলিশ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, রাজবাড়ী পৌরসভার মেয়র আলমগীর শেখ তিতুর নেতৃত্বে রাজবাড়ী পৌরসভা, এছাড়াও এলজিইডি, পানি উন্নয়ন বোর্ড, জেলা মৎস অফিস, জেলা কারাগার, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জেলা আনসার ভিডিপি, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তর, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জেলা শিল্পকলা একাডেমী, রাজবাড়ী সরকারী কলেজ, রাজবাড়ী সরকারী আদর্শ মহিলা কলেজ, রাজবাড়ী সরকারী উচ্চ বিদ্যালয়, রাজবাড়ী সরকারী বালিকা উচ্চ বিদ্যালয় ও সম্মিলিত সাংস্কৃতিক জোটসহ বিভিন্ন সরকারী দপ্তর, বিভিন্ন স্কুল কলেজ ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন শ্রদ্ধা নিবেদন করেন।
এছাড়াও দুপুরে হাসপাতাল, কারাগার, শিশু পরিবার ও এতিমখানায় মিষ্টান্ন বিতরণ ও উন্নতমানের খাবার পরিবেশন, কোরআন খতম ও দোয়া মাহফিল, মসজিদ, মন্দির, গীর্জাসহ অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ মোনাজাত ও প্রার্থনা, দরিদ্র জনগোষ্ঠীর মধ্যে খাবার ও মিষ্টান্ন বিতরণ করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com