রাজবাড়ীতে জাতীয় পার্টির জেলা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

হেলাল মাহমুদ || ২০২৩-০৩-১৮ ১৭:১৪:৪০

image

রাজবাড়ী জেলা জাতীয় পার্টির পরিচিতি সভা গতকাল ১৮ই মার্চ সকালে দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে।

  সভায় জেলা জাতীয় পার্টির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু, সহ-সভাপতি খোন্দকার গোলাম কবির, হামিদুল হক বাবলু, মোঃ আশরাফ আলী, মোঃ আঃ মান্নান, বাবু রতন কুমার সরকার, মোঃ আসাদুজ্জামান চাঁদ, রাকিবুল ইসলাম শামীম, সাধারণ সম্পাদক মোকছেদুর রহমান খান মমিন, যুগ্ন-সম্পাদক আজিজুল ইসলাম মন্টু, সার্জেন্ট আঃ মান্নান, মোঃ জাকির হোসেন,সহকারী সাধারণ সম্পাদক, মোঃ লিয়াকত আলী, সাংগঠনিক সম্পাদক আক্কাছ আলী বাবু, যুগ্ম-সাংগঠনিক সম্পাদক হেলাল মাহমুদ, দফতর সম্পাদক আঃ ছালাম মন্ডল, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবলু, স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি মোঃ সোলায়মান, সদর উপজেলা জাতীয় পার্টির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হারুনুর  অর রশীদ হারুন ও কার্যকরী সদস্য আকতারুজ্জামান হাসানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

  পরিচিতি সভায় জেলা জাতীয় পাটির সভাপতি খন্দকার হাবিবুর রহমান বাচ্চু বলেন, সামনে আসছে মাহে রমজানের মাস। বর্তমানে নিত্যপণ্যের দাম আকাশ ছোয়া। কিন্তু আমাদের প্রয়াত নেতা সাবেক রাষ্ট্রপতি পল্লীবন্ধু হুসেইন মুহাম্মদ এরশাদের আমলে নিত্যপণ্যের দাম এতো বেশি ছিল না। এরশাদের আমলের কথা এখন ঠিকই উপলদ্ধি করতে পারছেন। তারা বলছেন পল্লীবন্ধু এরশাদের আমলটিই ভাল ছিলো। আজকের এই পরিচিতি সভায় নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, আপনারা গ্রামে গ্রামে গিয়ে পল্লীবন্ধু এরশাদের আমলের কথা তুলে ধরে আগামী নির্বাচনের জন্য দলকে শক্তিশালী করে নির্বাচনের জন্য প্রস্তুতি গ্রহণ করবেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com