রাজবাড়ী জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

আসাদুজ্জামান নুর || ২০২৩-০৩-১৯ ১৭:১৮:০২

image

রাজবাড়ী জেলা প্রশাসনের আয়োজনে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির মাসিক সভা গতকাল ১৯শে মার্চ সকালে কালেক্টরেটের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।
  জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে সভায় সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) ইফতেখারুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) জয়ন্তী রূপা রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা মোহাম্মাদ আলী, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, গোয়ালন্দ উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাকির হোসেন, কালুখালী উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজিব, পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী, বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মনিরুজ্জামান, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রুবাইয়াত মোঃ ফেরদৌস, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ ফজলুল হক সরদার, ইসলামিক ফাউন্ডেশন রাজবাড়ী জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ ইয়াছিন মোল্ল্যা, মহিলা বিষয়ক অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ আজমীর হোসেন, জেলা মৎস্য অফিসার মোঃ মশিউর রহমান, জেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, জেলা কারাগারের জেল সুপার আব্দুর রহিম, জেলা আনসার ভিডিপির কমান্ড্যান্ট রাশেদুজ্জামান, জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশসহ সরকারী বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ অংশগ্রহণ করেন।  
  পরে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভা শেষে জাতীয় শুদ্ধাচার কৌশলের ব্যাপক প্রচার এবং জনঅবহিতকরণের জন্য মতবিনিময় সভা, জেলা তথ্য অধিকার বাস্তবায়ন সংক্রান্ত জেলা কমিটির সভা, করাতকল মালিকদের অনুুকূলে লাইসেন্স প্রদানের লক্ষ্যে জেলা কমিটির সভা, জেলা কর্ণধার কমিটির সভা, শিক্ষা প্রকৌশল অধিদপ্তর কর্তৃক শিক্ষা প্রতিষ্ঠান মেরামত ও সংস্কার কাজের কর্মসূচি প্রণয়নের লক্ষ্যে জেলা কমিটির সভা, আশ্রায়ণ প্রকল্প বাস্তবায়ন জেলা টাস্কফোর্স কমিটির বিশেষ সভা, জেলা পণ্য বিপণন মনিটরিং কমিটির সভা, জেলা যাকাত কমিটির সভা ও সেমিনার, এসডিজি সংক্রান্ত সভা এবং তামাক নিয়ন্ত্রণ বিষয়ক টাস্কফোর্স কমিটির ত্রৈ-মাসিক সভা অনুষ্ঠিত হয়। 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com