পাংশা উপজেলায় জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের উদ্বোধন

মোক্তার হোসেন || ২০২৩-০৩-২০ ১৫:৪৯:৫৩

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে গতকাল ২০শে মার্চ দুপুরে উপজেলার বাবুপাড়া ইউপির পাংশা প্রপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় কৃমি নিয়ন্ত্রণ সপ্তাহের (১৯-২৫ মার্চ) উদ্বোধন করা হয়েছে।
  পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোহাম্মদ হাসানাৎ আল মতিনের সভাপতিত্বে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী বক্তব্য রাখেন।
  অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বাবুপাড়া ইউপির চেয়ারম্যান মোঃ ইমান আলী সরদার, যুব উন্নয়ন কর্মকর্তা শ্যামল কুমার বিশ্বাস, শিক্ষা কর্মকর্তা কে এম নজরুল ইসলাম ও পাংশা প্রপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামিমা আক্তার (৩৪তম বিসিএস নন ক্যাডার) প্রমুখ বক্তব্য রাখেন। উপস্থাপনা করেন পাংশা উপজেলা সেনেটারী ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মোঃ তৈয়বুর রহমান।
  প্রধান অতিথি পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী সকলকে স্বাস্থ্য সচেতন হওয়ার গুরুত্বারোপ করেন।
  অনুষ্ঠানে পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মোঃ আরিফুল ইসলাম, পাংশা প্রপার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ আসাদুজ্জামান মিন্টুসহ বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com