আওয়ামী লীগ সরকার কখনো কোন ইসলাম বিরোধী কাজ করে নাই

শামীম হোসেন || ২০২৩-০৩-২০ ১৫:৫২:১১

image

 রাজবাড়ী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা মোঃ জিল্লুল হাকিম বলেছেন, আওয়ামী লীগ সরকার কখনো কোন ইসলাম বিরোধী কাজ করে নাই। একটা সময় ছিল বলা হত, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ধর্ম থাকবে না, ইসলাম থাকবে না, বিস্মিল্লাহি রাহ্মানির রাহিম থাকবে না। এই অপপ্রচার যে কতটুকু মিথ্যা তারই বাস্তব প্রমাণ এই মাদ্রাসা, পাংশা শাহজুঁই মাদ্রাসার ভবন এবং সারাদেশের মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন।
  গতকাল ২০শে মার্চ রাজবাড়ী জেলার পাংশা সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার আয়োজনে হিফজুল কোরআন শাখার উদ্বোধন ও কোরআনুল কারিমের সবক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
  এমপি জিল্লুল হাকিম বলেন, শাহজুঁই মাদ্রাসায় কি ছিল? এই আসনে একটা সময় জামায়াতী ইসলাম ক্ষমতায় ছিল। শাহজুঁই মাদ্রাসায় একটা ইটও বিছায় নাই। এই শাহজুঁই মাদ্রাসায় প্রতিটি ইট, প্রতিটি বিন্ডিং আমরা করেছি, আওয়ামী লীগ সরকার করেছে। আমাদের পাংশা উপজেলার প্রতিটি মাদ্রাসাই আজকে স্বয়ং সম্পন্ন। হয়তো দু-একটি মাদ্রাসা বাদ পরতে পারে। সেগুলোতেও বিল্ডিং করা হবে।
  তিনি বলেন, এক সময় তারা(জামায়াত-বিএনপি) বলেছিলো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে ইসলাম থাকবে না? আমাদের প্রধানমন্ত্রী সারাদেশের জেলা ও উপজেলায় ৫৬৪টি মডেল মসজিদ নির্মাণ করেছে। যেই মসজিদ দেখলে চোখ জুড়িয়ে যায়। মাননীয় প্রধানমন্ত্রী এই যে কাজগুলো করেছে এগুলো কি ইসলাম বিরোধী কাজ? ইসলাম বিরোধী কাজ না। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী প্রতিদিন ভোরে উঠে নামাজ পড়েন। কোরআন তেলওয়াত করেন। দোয়া দুরুদ পরেন। তার পরে দৈনন্দিন কাজে হাত দেন। পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন। তার দাদা শেখ লুৎফর রহমান একজন পরহেজগার লোক ছিলেন। এই সমস্ত অপপ্রচার আজকে অতীত। 
  অনুষ্ঠানে পাংশা পৌর মেয়র মোঃ ওয়াজেদ আলী মন্ডল ও সিদ্দিকীয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আওয়াবুল্লাহ্ ইব্রাহিম প্রমুখ বক্তব্য দেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাদ্রাসার পরিচালনা কমিটি সহ-সভাপতি ও কালুখালী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এস এম নাছিম আখতার।  
  অনুষ্ঠানে প্রতিষ্ঠানের একশ শিক্ষার্থী বিশুদ্ধভাবে কোরআন পড়তে পারায় তাদেরকে কোরআন শরীফ প্রদান করা হয়। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com