বালিয়াকান্দিতে উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ বৃদ্ধির লক্ষে বীজ ও সার বিতরণ

তনু সিকদার সবুজ || ২০২৩-০৩-২২ ০০:০৪:৩৩

image

চলতি অর্থ বছরে খরিপ-১ মৌসুমে পাটের বীজ ও উফশী আউশ ধানের বীজ ব্যবহারের মাধ্যমে আবাদ ও কৃষি উৎপাদন বৃদ্ধির লক্ষে রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় ৪হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে পাট, উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

  গতকাল ২১শে মার্চ সকালে উপজেলা কৃষি অফিসের কৃষক প্রশিক্ষণ হল রুমে এ বীজ ও সার বিতরণ করা হয়। 

  উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এসময় উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, জেলা কৃষি সম্প্রসারণ দপ্তরের প্রশিক্ষণ অফিসার গোলাম রসুল, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির, কৃষি কর্মকর্তা রফিকুল ইসলাম ও বালিয়াকান্দি সদর ইউনিয়নের চেয়ারম্যান আলম বিশ্বাস আলমসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com