ফরিদপুরে রোটারী ক্লাবের পক্ষ থেকে ১শ’ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান

মাহবুব হোসেন পিয়াল || ২০২০-০৯-০৩ ১৫:১৬:৩৭

image

রোটারী ক্লাবের পক্ষ থেকে ফরিদপুর সদর উপজেলার ডিক্রীর চর ইউনিয়নের বালিয়াকাডাঙ্গী এলাকার বন্যা কবলিত ১শ’ দরিদ্র পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। 
  গতকাল ৩রা সেপ্টেম্বর বিকালে এই খাদ্য সহায়তা (পরিবার প্রতি ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ৩ কেজি আলু, ১ কেজি পেঁয়াজ, ১টি সাবান ও ১ ডজন করে দিয়াশলাই) প্রদানকালে রোটারী ক্লাব অব ফরিদপুরের প্রেসিডেন্ট এডঃ গোলাম রব্বানী ভূঁইয়া রতন, রোটারীয়ান এডঃ তুষার কুমার দত্ত, নাজমা আক্তার, ডাঃ এনামুল হক, ডাঃ সালাউদ্দিন আহম্মেদ দিলীপ, এডঃ আলমগীর কবির ভূঁইয়া, শম্পা দাস, মাহমুদুল হোসাইন ও শামসুন্নাহার পপি প্রমুখ উপস্থিত ছিলেন।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com