রাজবাড়ী সদরের কৃষকদের মধ্যে বীজ ও সার বিতরণ

কাজী তানভীর মাহমুদ || ২০২০-০৯-০৩ ১৫:১৯:৪১

image

কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় বন্যা ও অতিবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত রাজবাড়ী সদর উপজেলার ৩৪০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে মাসকলাইয়ের ডালের বীজ ও সার বিতরণ করা হয়েছে। 
  গতকাল ৩রা সেপ্টেম্বর বেলা সাড়ে ১১টার দিকে রাজবাড়ী সদর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তার কার্যালয়ে এই বীজ ও সার (কৃষক প্রতি ৫ কেজি করে মাসকলাইয়ের ডালের বীজ এবং ৫ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার) বিতরণ করা হয়। 
  এ সময় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান এডঃ ইমদাদুল হক বিশ্বাস, উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাঈদুজ্জামান খান, উপজেলা কৃষি অফিসার বাহাউদ্দিন সেখ ও কৃষি সম্প্রসারণ অফিসার তোফাজ্জল হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। 

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com