কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালিত

মোখলেছুর রহমান || ২০২৩-০৩-২৫ ১৬:২৮:৪৪

image

রাজবাড়ী জেলার কালুখালীতে উপজেলা প্রশাসনের আয়োজনে গতকাল ২৫শে মার্চ গণহত্যা দিবস পালিত হয়েছে। 
  দিবসটি উপলক্ষে সকালে কালুখালী রেলস্টেশনের পাশে বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়। এরপর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোঃ সজীবের সভাপতিত্বে আলোচনা সভায় কালুখালী উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আলিউজ্জামান চৌধুরী টিটো, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোঃ নাজমুল হাসান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আকামত আলী মন্ডল, ডেপুটি কমান্ডার আব্দুল খালেক মাস্টার, উপজেলা ভাইস  চেয়ারম্যান মোঃ এনায়েত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, উপজেলা প্রকৌশলী তৌহিদুল হক জোয়াদ্দার, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ইশতিয়াক হোসেন চৌধুরী রানা, বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com