সম্মানের পুরস্কার পাচ্ছেন পাঁচুরিয়ার জন্মান্ধ গফুর

দেবাশীষ বিশ্বাস || ২০২৩-০৩-২৫ ১৬:৩০:৪৪

image

জন্মের পর থেকেই অন্ধ রাজবাড়ী সদর উপজেলার পাঁচুরিয়া ইউনিয়নের খোলাবাড়ীয়া গ্রামের জন্মান্ধ গফুর শেখ ৭৬ বছর বয়সেও ভিক্ষা না করে ফেরি করে বাদাম, নাড়ু আর পাপড় বিক্রি করে চলে সংসার। আত্মসম্মান নিয়ে জীবিকা নির্বাহ করেন গফুর। এমন সংবাদ তুলে ধরেন দুইজন সংবাদকর্মী। এতেই দেশব্যাপী আলোচনায় আসেন গফুর মিয়া। 

  গতকাল ২৫শে মার্চ গফুরের পাশে দাঁড়িয়েছেন জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর ইউনিয়নের ব্যবসায়ী জয় গোপাল গোস্বামী। রোজার দিনে ব্যবসা বন্ধ থাকায় তিনি গফুরের জীবিকা নির্বাহের জন্য তুলে দিয়েছেন নগদ ১০ হাজার টাকা, এক বস্তা চাউল ও ঈদের শাড়ি আর লুঙ্গি।

  গফুর শেখ বলেন, পবিত্র রজমানে ব্যবসা বন্ধ থাকলে কষ্ট হয়। আমার একজন পালিত সন্তান আছে। সে ঢাকায় একটি পোশাক কারখানায় চাকুরী করে। তার দিন আনতে পান্তা ফুরায়। এখন দ্রব্যমূল্যের দাম অনেক বেড়ে গেছে। দিন পার করতে কষ্ট হয়। এরপর রোজায় ব্যবসা বন্ধ রাখি। আমি না খেয়ে থাকি কিন্তু ভিক্ষা করিনা। দেবাশীষ বিশ্বাস ও আশিকুর রহমান নামে দুইজন সাংবাদিক আমাদের নিয়ে সংবাদ প্রকাশ করেছে। এরপর মানুষ আমাকে চিনতে শুরু করেছে। আমাকে নাকি দেশের লক্ষ লক্ষ মানুষ সম্মান করতে শুরু করেছে। 

  জয় গোপাল গোস্বামী বলেন, ৭৬ বছরে ফেরি করে ব্যবসা করা এটা সবার জন্য কষ্টের। আমি ঢাকায় ব্যবসা করি। দেবাশীষ বিশ^াসের একটি প্রতিবেদন দেখে আমি পবিত্র রমজানের দ্বিতীয় দিনে তার সম্মানে উপহার নিয়ে তার বাড়ীতে এসেছি। তিনি সেগুলো প্রথমে নিতে চায়নি। অনেক জোড় করে দিয়েছি। তার আতিথীয়তা মনে রাখার মতো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com