রাজবাড়ীতে জেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে গণহত্যা দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে গতকাল ২৫শে মার্চ সকাল সাড়ে ৯টায় রাজবাড়ী শহরের লোকোশেড বধ্যভূমিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা প্রশাসক আবু কায়সার খানের নেতৃত্বে জেলা প্রশাসন। এরপর পর্যায়ক্রমে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিনের নেতৃত্বে জেলা পুলিশ, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটনের নেতৃত্বে জেলা স্বাস্থ্য বিভাগ, মেয়র মোঃ আলমগীর শেখ তিতুর নেতৃত্বে রাজবাড়ী পৌরসভা, পানি উন্নয়ন বোর্ড, গণপূর্ত বিভাগ, সড়ক ও জনপথ বিভাগ, রাজবাড়ী সরকারী কলেজ, আঞ্চলিক পাসপোর্ট অফিস, জেলা আনসার ভিডিপি, পিটিআই, জেলা শিল্পকলা একাডেমী, প্রধান ডাকঘরসহ সরকারী বিভিন্ন দপ্তর ও বেসরকারী সংস্থা ও সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭১ সালের ২৫শে মার্চের গণহত্যায় নিহত শহীদদের আত্মার শান্তি কামনায় দোয়া করা হয়। মোনাজাত পরিচালনা করেন লোকোশেড জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা মোঃ মোবারক হোসাইন।
পরে সকাল ১০টায় একই স্থানে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় জেলা প্রশাসক আবু কায়সার খানের সভাপতিত্বে ভারপ্রাপ্ত পুলিশ সুপার মোঃ সালাহ উদ্দিন, সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ ইব্রাহিম টিটন, বীর মুক্তিযোদ্ধা মহসিন উদ্দিন বতু, বীর মুক্তিযোদ্ধা ফকীর আব্দুল জব্বার, বীর মুক্তিযোদ্ধা সিরাজ আহমেদ, বীর মুক্তিযোদ্ধা বাকাউল আবুল হাসেম, বীর মুক্তিযোদ্ধা আবুল হোসেন ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হেদায়েত আলী সোহরাব বক্তব্য রাখেন।
সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক আবু কায়সার খান বলেন, আজ ২৫শে মার্চ গণহত্যা দিবস। ১৯৭১ সালের এই দিনে বাংলাদেশে সংঘটিত হয় বিশ^ ইতিহাসের অন্যতম ভয়াবহ ও নিষ্ঠুরতম গণহত্যাগুলোর একটি। বাঙালির মুক্তি আন্দোলনকে নস্যাৎ করে দিতে পাকিস্তানি হানাদার বাহিনী সেই কালরাতে অতর্কিতভাবে নিরীহ ও নিরস্ত্র বাঙালির ওপর আধুনিক মারণাস্ত্র নিয়ে ঝাঁপিয়ে পড়ে। ঢাকাসহ সারাদেশে হত্যা করা হয় অগণিত নিরীহ মানুষকে। তিনি আরও বলেন, পাকিস্তানি শাসকগোষ্ঠী ভেবেছিল বাঙালিরা একটু খর্ব ও কালো ও আবেগপ্রবণ মানুষ তাদের কিছু লোককে হত্যা করা হলে তাদের আন্দোলন সংগ্রাম থেমে যাবে। জেনারেল ইয়াহিয়া খানের সহযোগী জেনারেল টিক্কা খান, জেনারেল রাওফারমান আলী, জেনারেল পীরজাদা এরা ভেবেছিল যেখান থেকে প্রতিরোধ আসতে পারে যেমন- ঢাকা বিশ্ববিদ্যালয়, পিলখানা, ঢাকা রাজারবাগ সেই সাথে বিহারী অধ্যুষিত এলাকা গুলোতে একসাথে অভিযান পরিচালনা করবে। ২৫শে মার্চ অপারেশন সার্চলাইট নামে তারা অভিযান পরিচালনা করে। তাদের লক্ষ্য ছিল অফিস বাসা বাড়ীতে যেখানে যাকে পাবে তাদের হত্যা করবে। তারা যে হত্যাযজ্ঞ চালিয়েছিল তা এই ভূখণ্ডে নৃশংসতম হত্যাকাণ্ড। পাকিস্তানি শাসকগোষ্ঠী ভেবেছিল বাঙালীরা দমন হয়ে যাবে কিন্তু উল্টো টা ঘটেছিল। বাঙালিরা বিভিন্ন এলাকায় প্রতিরোধ গড়ে তোলে। সেই সময় ২৬শে মার্চের প্রথম প্রহরে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান স্বাধীনতার ঘোষণা দেন। বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে বাঙালি জাতি ৯ মাসের রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের মাধ্যমে ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর চূড়ান্ত বিজয় অর্জন করে।
অনুষ্ঠানে এ সময় জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক(উপ-সচিব) আসাদুজ্জামান রিপন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সূবর্ণা রাণী সাহা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) জয়ন্তী রূপা রায়, অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা ও আইসিটি) মোছাঃ মোরশেদা খাতুন, অতিরিক্ত পুলিশ সুপার(সদর সার্কেল) মোঃ ইফতেখারুজ্জামান, সদর উপজেলা নির্বাহী অফিসার মার্জিয়া সুলতানা, সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূরজাহান আক্তার সাথী, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেনসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা শিল্পকলা একাডেমীর কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ ও রাজা সূর্য কুমার ইনস্টিটিউশনের সহকারী প্রধান শিক্ষক চায়না রাণী সাহা। আলোচনা সভা শেষে জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশিত হয়
এছাড়াও দিবসটি উপলক্ষে শহরের ১নং রেলগেট সংলগ্ন শহীদ বীর মুক্তিযোদ্ধা স্মৃতিফলক চত্ত্বরে গণহত্যার ওপর দুর্লভ আলোকচিত্র ও প্রামাণ্যচিত্র প্রদর্শনী, সুবিধামত সময়ে শহীদদের স্মরণে বিশেষ মোনাজাত, মন্দির ও গীর্জায় বিশেষ প্রার্থনা এবং রাত সাড়ে ১০টায় কেপিআই/জরুরী স্থাপনা ব্যতীত স্ব-স্ব প্রতিষ্ঠানে ১মিনিটের প্রতীকি ব্যাকআউট পালন করা হয়।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com