বালিয়াকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

তনু সিকদার সবুজ || ২০২৩-০৩-২৭ ১৬:০০:৫৩

image

রাজবাড়ী জেলার বালিয়াকান্দি উপজেলায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস পালিত হয়েছে।
  দিবসটি উপলক্ষে গত ২৬শে মার্চ সকালে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধুর মুর‌্যালে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, বালিয়াকান্দি থানা, উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান পুষ্পস্তবক অর্পণ করে। 
 এছাড়া শহীদ মিনারে গোলাম শওকত সিরাজের নেতৃত্বে পুস্পমাল্য অর্পণ করে উপজেলা বিএনপির একাংশ।
  সকাল সাড়ে ৮টায় বালিয়াকান্দি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উপজেলা প্রশাসনের আয়োজনে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন ও কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়।
  জাতীয় পতাকা উত্তোলন করেন উপজেলা নির্বাহী অফিসার রফিকুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনিরুজ্জামান মনির ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।
  পরে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান।

 

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com