র‌্যাবের অভিযানে বিদেশী পিস্তল ও গুলিসহ চার মামলার আসামী ফেন্সি মাসুদ গ্রেফতার

আশিকুর রহমান || ২০২৩-০৩-২৭ ১৬:০৯:২৭

image

 রাজবাড়ীতে বিদেশী পিস্তল ও গুলিসহ ৪ মামলার আসামী মাসুদ রানা ওরফে গুলি মাসুদ ওরফে ফেন্সি মাসুদ (৪০)কে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।
  গতকাল ২৭শে মার্চ সকালে রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউপির দয়ালনগর এলাকার নিজ বাড়ী থেকে তাকে গ্রেফতার করা হয়। সে ওই গ্রামের মৃত আজগর আলী মন্ডলের ছেলে।
  গতকাল সোমবার দুপুরে ফরিদপুরে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার কেএম শাইখ আকতার।
  তিনি জানান, ২০১৬ সালে রাজবাড়ীর চাঞ্চল্যকর ব্যবসায়ী কাউসার হত্যা মামলার প্রধান আসামী মাসুদ। এছাড়াও তার বিরুদ্ধে আরও তিনটি অস্ত্র ও মাদক মামলা রয়েছে। গতকাল ২৭শে মার্চ সকালে গোপন সংবাদের ভিত্তিতে রাজবাড়ী সদর উপজেলার দয়ালনগর এলাকায় মাসুদের নিজ বাড়ীতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশী পিস্তল, একটি ম্যাগাজিন, এক রাউন্ড পিস্তলের গুলি, একটি চাকু ও দুইটি সীমকার্ডসহ একটি মোবাইল উদ্ধার করা হয়।
  এ ব্যাপারে মাসুদের বিরুদ্ধে রাজবাড়ী সদর থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com