যথাযোগ্য মর্যাদায় রাজবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত

আসাদুজ্জামান নুর || ২০২৩-০৩-২৭ ১৬:১৩:০৩

image

 যথাযোগ্য মর্যাদায় মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদনের মধ্য দিয়ে গত ২৬শে মার্চ রাজবাড়ী জেলার সর্বত্র মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। 
  ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু’র স্বাধীনতা ঘোষণার মধ্য দিয়ে বিশ্ব মানচিত্রে বাংলাদেশ নামে একটি নতুন রাষ্ট্র আত্মপ্রকাশ করে।  
  দিবসটি উপলক্ষে গত ২৬শে মার্চ রাজবাড়ী জেলা প্রশাসন বিভিন্ন কর্মসূচী গ্রহণ করে। প্রত্যুষে রাজবাড়ী পুলিশ লাইন্সে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের শুভ সূচনা এবং সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা-সরকারী, স্বায়ত্বশাসিত এবং বেসরকারী ভবনসমূহে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল সাড়ে ৭টায় জেলা প্রশাসকের কার্যালয় সংলগ্ন বঙ্গবন্ধু চত্বরে বঙ্গবন্ধুর ভাস্কর্যে, শ্রীপুর কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিফলকে, রাজবাড়ী রেলগেটের স্মৃতিফলকে, লোকোশেড বধ্যভূমিতে, লক্ষীকোল ও নিউ কলোনীতে বীর মুক্তিযোদ্ধা শহীদ রফিক, সফিক, সাদিকের কবরস্থান ও বীর মুক্তিযোদ্ধা শহীদ আঃ আজিজ খুশির কবরস্থানে পুষ্পস্তবক অর্পণ করা হয়। 
  সকাল সাড়ে ৮টায় রাজবাড়ী শহরের বীর মুক্তিযোদ্ধা শহীদ খুশি রেলওয়ে ময়দানে জেলা প্রশাসক কর্তৃক আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, জাতীয় সঙ্গীত পরিবেশন, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জেলা প্রশাসকের বাণী পাঠ, বেলুন ও পায়রা উড়িয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের শুভ উদ্বোধন করা হয়।
  এরপর পুলিশ বাহিনী, আনসার ও গ্রাম প্রতিরক্ষা দল, বাংলাদেশ জেল কন্টিনজেন্ট(কারারক্ষী দল), ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, রাজবাড়ী সরকারী কলেজ বিএনসিসি কন্টিনজেন্ট ইউনিট এবং বাংলাদেশ পুলিশ, সরকারী শিশু পরিবার(বালিকা), রাজবাড়ী টাউন মক্তব সরকারী প্রাথমিক, রাজবাড়ী সোতোকান কারাতে ও জুজুৎসু একাডেমী ও বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাজবাড়ী ইউনিট সমন্বয়ে কুচকাওয়াজ ও ডিসপ্লে প্রদর্শন করা হয়।
  সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান ও টুঙ্গিপাড়ার মিয়া ভাই সিনেমাটি প্রদর্শন করা হয়। বেলা সাড়ে ১১টায় রাজবাড়ী অফিসার্স ক্লাব ও লেডিস ক্লাব প্রাঙ্গণে মহিলাদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক আলোচনা সভা, বিকালে জেলা প্রশাসকের বাসভবনে জেলার বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয় এবং শহরের প্রধান প্রধান সড়ক ও সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানসমূহে আলোকসজ্জা করা হয়।  

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com