পাংশায় ফ্যামিলী কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রি শুরু

মোক্তার হোসেন || ২০২৩-০৩-২৮ ১৬:০৬:২৪

image

 রাজবাড়ী জেলার পাংশা উপজেলায় পবিত্র রমজান মাস উপলক্ষে গতকাল ২৮শে মার্চ ফ্যামিলী কার্ডধারীদের মাঝে সাশ্রয়ী মূল্যে টিসিবি পণ্য বিক্রয় শুরু হয়েছে।
  পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে সরেজমিন টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং করেন।
  জানা যায়, গতকাল ২৮শে মার্চ পাংশা পৌরসভার টিসিবি ডিলার মোঃ শাহজাহান মিয়ার দোকানে নির্ধারিত মূল্যে ছোলা, চিনি, ডাল ও সয়াবিন তেল বিক্রি করা হয়। ফ্যামিলী কার্ডধারী নারী-পুরুষ লাইন দিয়ে কার্ড প্রদর্শনপূর্বক টিসিবি পণ্য ক্রয় করেন।
  এদিকে পাংশা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ জাফর সাদিক চৌধুরী গতকাল মঙ্গলবার দুপুরে সরজমিন টিসিবি পণ্য বিক্রয় কার্যক্রম মনিটরিং করেন। তিনি ওয়েট মেশিনে পণ্যের ওজন ও বিক্রি কার্যক্রম পর্যবেক্ষণ করেন। যথাযথ নিয়মে টিসিবি পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনায় দিকনির্দেশনা প্রদান করেন তিনি।
  এ ব্যাপারে ডিলার মোঃ শাহজাহান মিয়া জানান, পাংশা পৌরসভার ৩ হাজার ৩৬১জন সুবিধাভোগী টিসিবি পণ্য পাবেন। আজ বুধবার পৌরসভার মধ্যে টিসিবি বিক্রয় কার্যক্রম চলবে বলে উল্লেখ করেন তিনি।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com