সোনার দাম ভরিতে ১৫১৬ টাকা বেড়েছে

স্টাফ রিপোর্টার || ২০২৩-০৪-০১ ১৫:৪৫:৪১

image

দেশের বাজারে প্রতি ভরি সোনার দাম ১ হাজার ৫১৬ টাকা বেড়েছে। তাতে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম দাঁড়িয়েছে ৯৯ হাজার ১৪৪ টাকা।

  এই দাম এখন পর্যন্ত দেশের ইতিহাসে সর্বোচ্চ। নতুন দাম আজ ২রা এপ্রিল থেকে সারা দেশে কার্যকর হবে।  

  দাম বাড়ার ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) গতকাল ১লা এপ্রিল এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, স্থানীয় বুলিয়ন বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে এবং সে কারণে তারাও নতুন মূল্য নির্ধারণ করছে। দাম বাড়ায় আজ ২রা এপ্রিল থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের এক ভরি সোনার অলংকার কিনতে লাগবে ৯৯ হাজার ১৪৪ টাকা। এছাড়া হলমার্ক করা ২১ ক্যারেট সোনার ভরি ৯৪ হাজার ৬৫৩ টাকা, ১৮ ক্যারেট ৮১ হাজার ১২৩ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরির দাম দাঁড়াবে ৬৭ হাজার ৫৯৩ টাকা। তবে রূপার দাম অপরিবর্তিত রয়েছে।

  দেশের বাজারে গতকাল শনিবার পর্যন্ত ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার অলংকার ৯৭ হাজার ৬২৮ টাকা, ২১ ক্যারেট ৯৩ হাজার ১৯৫ টাকা, ১৮ ক্যারেট ৭৯ হাজার ৮৯৮ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরি ৬৬ হাজার ৫৪৩ টাকায় বিক্রি হচ্ছে। অর্থাৎ আজ রবিবার থেকে ২২ ক্যারেট সোনার ভরিতে ১ হাজার ৫১৬ টাকা, ২১ ক্যারেটে ১ হাজার ৪৫৮ টাকা, ১৮ ক্যারেটে ১ হাজার ২২৫ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার ভরিতে ১ হাজার ৫০ টাকা বাড়ছে।

  এর আগে গত ২৩শে মার্চ সোনার ভরিতে ৭ হাজার ৬৯৮ টাকা বাড়ানো হয়েছিল। তাতে সোনার দামের ভরি গিয়ে দাঁড়ায় ৯৮ হাজার ৭৯৪ টাকায়। সেই দরই ছিল দেশের ইতিহাসের সর্বোচ্চ। অবশ্য তার পরে দাম কিছুটা কমানো হয়েছিল। গতকাল শনিবার আবার দাম বাড়ার ঘোষণা এলো।

ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com