রাজবাড়ী জেলার পাংশায় গতকাল ২রা এপ্রিল মুক্তকলম সাহিত্য ও সংস্কৃতি পরিষদের সাবেক সভাপতি বর্ষীয়ান কবি ও প্রাবন্ধিক আবদুল মান্নানের বিদেহী আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
কবি আবদুল মান্নান(৮৫) বার্ধক্যজনিত কারণে ২০২১ সালের ১৮ই জানুয়ারী রাত ১০টার দিকে রাজধানী ঢাকার উত্তরা ১০ নম্বর এলাকার বাসায় ইন্তেকাল করেন।
১৯৩৫ সালের ২রা এপ্রিল বৃহত্তর পাংশা থানার বর্তমান কালুখালীর সাওরাইল ইউপির চর পাতুরিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলমান পরিবারে জন্মগ্রহণ করেন তিনি।
গতকাল ২রা এপ্রিল মরহুম কবি আবদুল মান্নানের ৮৮তম জন্মদিনের স্মরণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনায় পাংশা পৌরসভার কেন্দ্রীয় গোরস্থানে কবর জিয়ারত এবং জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানায় দোয়া ও ইফতার মাহফিলের আয়োজন করা হয়। মরহুমের পরিবারের সার্বিক ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়।
পাংশা সরকারী কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সাবেক বিভাগীয় প্রধান ও এপেক্স ক্লাব অব পাংশার(ইউসি) প্রেসিডেন্ট মোঃ সহিদুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে স্মৃতিচারণমূলক বক্তব্য রাখেন পাংশা সাহিত্য উন্নয়ন পরিষদের সভাপতি কবি মুহাম্মদ ফিরোজ হায়দার।
অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার পরিচালক হাফেজ মোঃ আকরাম হোসেন মীর। অনুষ্ঠানে জাফরপুর হাফিজিয়া মাদরাসা ও এতিম খানার মুহতামীম হাফেজ মোঃ ইব্রাহিম খলিলুল্লাহ, পাংশা উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি সাংবাদিক সেলিম মাহমুদসহ মাদরাসার শিক্ষকবৃন্দ ও স্থানীয় বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃ মোহাম্মদ আবদুল মান্নান সরকারী চাকুরিতে দায়িত্বশীল পদে কর্মরত থাকা সত্ত্বেও তিনি সাহিত্য সাধনায় ব্যাপৃত ছিলেন। স্বাধীনতার পূর্বকাল থেকেই তার কবিতা ও প্রবন্ধ দৈনিক পত্রিকসমূহে প্রকাশিত হয়।
সনেট, ছড়া, শিশুতোষ কবিতা লিখে খ্যাতিলাভ করেছেন তিনি। তার প্রকাশিত কবিতাগ্রন্থগুলির মধ্যে সনেট ও অন্যান্য কবিতা, প্রদোষ তীর্থে রঙধনু, একগুচ্ছ সনেট, সনেট পংক্তিমালা সর্বাধিক পরিচিত। সর্বশেষ অমর একুশে গ্রন্থমেলা-২০২১ উপলক্ষ্যে কবিতা তোমাকে খুঁজি গ্রন্থ প্রকাশিত হয়। এতদ্ব্যতীত বাংলাদেশ ও ভারতের নির্বাচিত লেখকদের নিয়ে প্রদর্শিত অন্তত ২০টি যৌথ কবিতাগ্রন্থে তার লেখা প্রকাশিত হয়েছে।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com