মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে কাতারে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
গত ২৮শে মার্চ বিকালে কাতার আওয়ামী লীগ সমন্বয়ক কমিটির উদ্যোগে দোহার রাওয়ান্দ ফাইভ স্টার হোটেলে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোঃ নজরুল ইসলাম বক্তব্য রাখেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রধান সমন্বয়ক মোঃ শাহ আলম।
রাজ রাজিব ও আল আমিনের পরিচালনায় অনুষ্ঠানে বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, মোঃ ইসমাইল মিয়া, শফিকুল ইসলাম প্রধান, ইঞ্জিনিয়ার আক্তার জামান মামুন, জসিম উদ্দিন দুলাল, আবুল কাশেম, নজরুল ইসলাম ভূইয়া, কফিল উদ্দিন, সৈয়দ আনা মিয়া, জাকির হোসেন বাবু, আবু ইউসুফ, জাকির হোসেন, তাজুল ওয়াহিদ, ই এম আকাশ, তাজুল ইসলাম, সেলিম সরকার ও মাইনুল ইসলামসহ বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
ঢাকা অফিস : ৩৪/১ ডি-২, হাটখোলা সড়ক (অভিসার সিনেমা হলের পিছনে), ঢাকা-১২০৩। ফোন অফিস : 0641-66666, বার্তা বিভাগ : 66333, রাজবাড়ী প্রেসক্লাব অফিস : 66660, বাসা : 65728, মোবাইল : 01713-489472, 01715-019375, 01715-621243, ই-মেইল : motin_rajbari@yahoo.com এবং matrikantha@gmail.com